জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সদ্য প্রয়াত প্রফেসর ড.আমিনুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ সিনেট হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন।

স্মরণসভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রো-ভাইস চ্যান্সেলর মোঃ মশিউর রহমান, ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব বদরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান স ালকের দায়িত্বে ছিলেন রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, প্রফেসর আমিনুল ইসলাম ছিলেন কৃতি গবেষক, নিবেদিত-প্রাণ শিক্ষক, এশিয়ার প্রথিত-যশা মৃত্তিকা বিজ্ঞানী; শিক্ষক রাজনীতির সাথে জড়িত থেকে মুক্তিযুদ্ধের আর্দশ লালন করতেনÑ ছিলেন সদালাপি, কোমল মনের মানুষ এবং বিজ্ঞ শিক্ষক। তাঁর উল্লেখযোগ্য গবেষণার মধ্যে ‘প্ল্যান্ট টিস্যু কালচার’ ‘উন্নতমানের শাক-সবজি চাষে উদ্বুদ্ধকরণ’ অন্যতম। গবেষণার স্বীকৃতি স্বরূপ তিনি ‘স্বাধীনতা পদক’ লাভ করেন।