জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে একটি খসড়া প্রস্তাবনা পাস করেছে ইরানের পার্লামেন্ট। ওই প্রস্তাবে প্রাচীন এ নগরীকে অভিহিত করা হয়েছে ‘ফিলিস্তিনের চিরকালীন রাজধানী’ হিসেবে। রোববার পার্লামেন্টের ২৩৩ সংসদ সদস্যের মধ্যে ১৮৭ জনের উপস্থিত ভোটে এ প্রস্তাবনা পাস করা হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানানো হয়, পরবর্তী ৪৮ ঘণ্টার আগে এই খসড়ার উপর আলোচনা হবে। অন্যথায় তা চূড়ান্ত অনুমোদনের জন্যে পার্লামেন্টে উত্থাপন করা হবে। সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেওয়ার সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই এ ধরনের পদক্ষেপ নিল ইরান।