খাদ্যে ভেজাল মেশানোর দায়ে দণ্ডিত হওয়ার ৩ ঘন্টার মধ্যেই জামিনে মুক্ত হলেন আগোরার মালিক নিয়াজ রহিম। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্য মহানগর হাকিম আদালত শর্তসাপেক্ষে তার এই জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে দুপুরে ডিসিসির বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মাহবুবে সোবহানী দুই মামলায় নিয়াজ রহিমকে দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করলে, তাকে কারাগারে পাঠানো হয়। মামলার প্রসিকিউটর ফখরুদ্দিন মোবারক সময় সংবাদকে জানান, ভেজাল ঘি রাখার অভিযোগে ২০০৮ সালে নিয়াজ রহিমের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। এই মামলা বাতিল চেয়ে হাইকোর্ট ও আপিল বিভাগে আগোরা কর্ণধার দুই দফা আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। দীর্ঘ শুনানি শেষে প্রায় ১ দশক পরে বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করে ডিসিসির খাদ্য আদালত।