লালমনিরহাটের হাতীবান্ধা উপ‌জেলার আমঝোল সীমান্তে গরু পারাপারের সময় বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (২৫) নামের এক বাংলাদশি নিহত হয়ে‌ছে। আজ শনিবার ভার রাত উপজলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে ৯০৫ নং মইন পিলারর ২ নম্বর সাব পিলারের স‌ন্যিক‌টে এ ঘটনাটি ঘট।  নিহত শফিকুল ইসলাম উপজলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

এ বিষয় গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশম মিয়া সাবু জানান, শনিবার ভোর রাতে শফিকুলসহ কয়েকজন গরু পারাপারকারী আমঝোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। গরু নিয়ে ফেরার সময় ভারতীয় কোচবিহার-১শ বিএসএফ ব্যাটালিয়নর পাগলি বাড়ি ক্যাম্পর টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এত শফিকুল গুলিবিদ্ধ হয় ঘটনাস্থ‌লেই মারা যান।  শফিকুলের লাশ ভারতের অভ্যন্তরে থাকায় পর বিএসএফ এসে লাশটি নিয়ে যায় বলেও জানান তিনি।

বর্ডার গার্ড বাংলাদশ বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালকলেফ‌টে‌নেট ক‌র্নেল গোলাম মার্শেদ জানান, ওই সীমান্তে একজন মারা গে‌ছে। তবে মরদহটি ভারতের অভ্যান্ত‌রে থাকায় সেটি বাংলাদশী না ভারতীয় তা এখনা বলা যাছ না। এ ব্যাপার কড়া প্রতিবাদ পত্র প্রেরণ করে পতাকা বৈঠকের আহবান করা হয়ে‌ছে।