সাপ্তাহিক ছুটি এবং গেলো কয়েকদিনের তুলনায় আজ রাজধানীতে শীতের প্রকোপ কিছুটা কম থাকায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। শনিবার সকালে লোক-সমাগম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব বয়সী মানুষের আনা-গোনায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। একই স্থানে সব ধরনের পণ্য পাওয়ায় স্টল ও প্যাভিলিয়নগুলোতে ঘুরে ঘুরে ব্যস্ত সময় পার করছেন দর্শনার্থীরা। তবে কিছুটা ভিন্ন চিত্র দেশি ফার্নিচারের দোকানগুলোতে। অন্যবছরের তুলনায় এবার শুরু থেকেই বেচা-কেনা শুরু হয়েছে ফার্নিচারের। বিশ্বমানের ডিজাইনে দেশেই উন্নত মানের ফার্নিচার তৈরি হওয়ায় বেশকিছু রপ্তানি আদেশও পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।