গাজীপুরের কালিয়াকৈরে সোমবার চুলার গ্যাস লিকেজের কারণে আগুনে দগ্ধ হয়েছে এক গার্মেন্টস কর্মী মা ও তার ছেলেসহ একই পরিবারের তিনজন। দগ্ধরা হলেন গাজীপুরের কালিয়াকৈর থানার পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা নুুরুন নাহার (৩৮), তার ছেলে মো. সাব্বির হোসেন (১২) ও বোন খাদিজা আক্তার (৩২)।

আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, গাজীপুরের কালিয়াকৈর থানার এলাকাস্থিত আনসার একাডেমিতে পোশাক কারখানায় চাকরি করেন নুরুন নাহার। সোমবার ভোরে পানি গরম করতে গ্যাসের চুলা জ্বালানোর আগুন জ্বালায় সে। আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও পুরো ঘরে আগুন ধরে যায়। এতে নুুরুন নাহার, তার ছেলে সাব্বির হোসেন ও বোন খাদিজা আক্তার কমবেশি দগ্ধ হয়। আগুনে ঘরের বিছানা-পত্র এবং বিদ্যুতের ওয়্যারিংসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, লিকেজের কারণে চুলা থেকে গ্যাস বের হয়ে আবদ্ধ ঘরে জমেছিল। ফলে চুলায় ধরাতে গিয়ে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে এ ঘটনা ঘটে।