চীনের তাপমাত্রা চলে গেছে হিমাঙ্কের কোঠায়। ভয়াবহ তুষারপাতে সেখানকার পরিস্থিতি সংকটজনক অবস্থায় চলে গেছে তুষারপাতের জেরে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এখন পর্যন্ত ৩৭০০ জনকে সুরক্ষিত জায়গায় পাঠানো হয়েছে। ৭০০টি বাড়ি তুষারপাতে ধসে গিয়েছে সম্পূর্ণভাবে। ২৮০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চীনা সংবাদ সংস্থা সূত্রের খবরে বলা হয়েছে।জানা গেছে, গত এক সপ্তাহে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আনহুই, হেনান, জিয়াংসু, হুবেই, হুনান, শানক্সি পুরু বরফে ঢেকে গেছে।যাতায়াত ব্যবস্থা হয়ে পড়েছে বিপর্যস্ত। প্রশাসনের পক্ষে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে রাস্তা পরিষ্কারের কাজ। বিপর্যস্ত এলাকা থেকে সাধারণ মানুষদের উদ্ধার করার কাজ চলছে।পাশাপাশি এই তুষারপাতের জন্য প্রায় আড়াই লাখ হেক্টর জমি চাষের অযোগ্য হয়ে গিয়েছে। যার ফলে প্রায় ২৫৪ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে এই দেশ। পাশাপাশি ১৯টি জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। তুষারপাতের তীব্রতায় গত ৬০ বছরের শীতের রেকর্ড ভেঙে গেছে। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে কোথাও কোথাও।