নওগাঁর নিয়ামতপুরে ১২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। গতরাত সাড়ে ৮ ঘটিকায় উপজেলার রসুলপুর ইউনিয়নের দীঘিপাড়া এলাকার একটা পুকুরপাড় হতে ৫ টি চটের বস্তায় থাকা ১২০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতে তৈরিকৃত ফেনসিডিল উদ্ধার করা হয়। নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম হতে জানাযায় তিনি বলেন গতরাত ০৮:৩০ ঘটিকায় আমার নেতৃত্বে এসআই মুকুল হোসেন, সরোয়ার হোসেন, এএসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে রসুলপুর ইউনিয়নের রসুলপুর ( দীঘিপাড়া) গ্রামের আঃ কাদের পিতা মৃতঃ নুরশেদ আলীর বাড়ীর নিকটবর্তী পুকুরপাড় হতে ৫ টি চটের বস্তায় থাকা ১২০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতে তৈরিকৃত ফেনসিডিল উদ্ধার করিয়া উপস্থিত লোকজনের মোকাবেলায় জব্দ করিয়া হেফাজতে নেওয়া হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার মান্দা সার্কেল মোঃ হাফিজুল ইসলাম তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মালামালের মালিক প্রাথমিকভাবে সনাক্ত হলেও তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা গেল না। জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।