প্রতিশ্রুতি—
তোমাকে কথা দিয়েছি বলেই
সমুদ্রতটে দাড়িয়ে দেখেছি পৃথিবীর দীর্ঘশ্বাস
দেখেছি বিভীষিকাময় রাত্রির বুকে আত্মার সাথে আত্মার যুদ্ধ
দুরন্ত রোদ্দুরে,,,তপ্ত বালুচরে,,,,কিছু অব্যক্ত স্বপ্নঘোরে হেটেছি বহুদূর
তুমি ছিলেনা,,,,,,তোমার বিশ্বাস ছিল।।।।।।
মেঘের অশ্রুজলে কতবার করেছি স্নান
কতবার ঐ পাথুরে ঝর্নার স্রোতে
প্রানহীন দেহের মত নিজেকে ভাসিয়েছি
গহিন বনের সুর্যের আলো পারেনি আমায় ছুতে
তুমি ছিলেনা,,,,তোমার বিশ্বাস ছিল।।।।।
আবেদনি রাত্রি কেটেছে শুকনো বকুলের ডালে
রজনীগন্ধার সৌরভে ঘুম ভেঙ্গেছে বহুবার
ভোরের পাখিদের চোখে দেখেছি
অসীম আকাশের অনন্তর প্রতিচ্ছবি
রঙিন ঘুড়িটা হাতেই ছিল,,,,,ভাসাইনি নীলে
তুমি ছিলেনা,,, তোমার বিশ্বাস ছিল
তোমাকে কথা দিয়েছিলাম।।।।

আমেনা ফাহিম