ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ব্যক্তিগত সফরে ঢাকায় এসেছেন।দিল্লি থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোববার বিকাল সাড়ে ৪টায় ঢাকায় পৌঁছালে প্রণবকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।এই সফরে প্রণব আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রিও দেবে।

সোমবার ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হবে প্রণব মুখার্জির সফরের আনুষ্ঠানিকতা। এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতের সাবেক রাষ্ট্রপতিকে মধ্যাহ্নভোজেও আপ্যায়িত করবেন প্রধানমন্ত্রী। ওইদিন বিকালে প্রণব মুখার্জি বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে অংশ নেবেন।পরদিন মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানেই তাকে দেওয়া হবে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি।বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষ করে রাউজানে পারিবারিক বসতভিটা দেখতে যাবেন তিনি। রাতে চট্টগ্রামেই থাকবেন প্রণব। বুধবার ঢাকায় ফিরে বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে। পরদিন বৃহস্পতিবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা হবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি।ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে বাঙালি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হয় গত বছরের জুলাইয়ে।রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয় ঘুরে যান প্রণব মুখার্জি। তার আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন তার স্ত্রী শুভ্রা মুখার্জি। ২০১৫ সালে মারা যান শুভ্রা মুখার্জি।বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য এর আগে প্রণব মুখার্জিকে সম্মাননাও দেওয়া হয়েছিল।