গাজীপুরে অটোরিকশা চালক সার ইসলাম (২৪) হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় অটোরিকশা চুরির দায়ে তাকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার গাজীপুর দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ওই রায় দেন।

দ-প্রাপ্ত আসামির নাম মো. আলম (২৩)। সে ময়মনসিংহের হালুয়াঘাট থানার সাহাপাড়া এলাকার বাবর আলীর ছেলে।

গাজীপুরের পিপি হারিছ উদ্দিন আহম্মদ জানান, গাজীপুরের জয়দেবপুর থানাধীন লোহাকৈর এলাকায় খালু মো. আন্নিছ মিয়ার বাড়িতে ভাড়ায় থেকে রিকশা চলাতো সার ইসলাম। গত ২০১৪ সালের ১২ জানুয়ারি সকালে সার ইসলাম অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। রাত ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে জয়দেবপুর চৌরাস্তা এলাকায় আসামি আলমকে অটোরিকশাসহ আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আলম স্বীকার করে জানায় যাত্রী সেজে কৌশলে স্থানীয় বড়চালা এলাকার বনের ভেতর নিয়ে সার ইসলামকে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় আলম। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে সার ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে আসামি আলমকে পুলিশে সোপর্দ এবং আন্নিছ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ১ অক্টোবর আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ এবং শুনানী শেষে সোমবার আদালত আলমকে দোষী সাব্যস্ত করে ওই দন্ড দেন। রায় ঘোষণাকালে আসামি মো. আলম আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সবুজ।