আমি ও তুমি = আমরা।
******************
আজ যদি তুষার ঝড় হয় কিম্বা আকাশ হয় কালো
আজ যদি প্লাবনে ভেসে যায় ধরা কিম্বা লণ্ডভণ্ড হয় কালবৈশাখী ঝড়ে
আজ যদি সব ভুল করে ফেলি কিম্বা ছেড়ে যেতে হয় সব
লাগবে কি ভীষণ ভালো…?
আজ যদি বাণ ডাকে নদে ভেসে যায় সব কবিতার পাতা
একটু না হয় প্রান খুলে কাঁদবো….।।

কিযে শূন্যতা তুমিহীনা হারিয়ে হৃদয়ের সেই চেনা ঠিকানা
দু’চোখ পোড়ে লোনাজলে দৃষ্টি থাকে আনমনা,
আজ কি যে দহন বুকের ভেতর একটু ছুয়ে দেখনা।
আমি আজও সেই পতঙ্গ, অহর্নিশি জ্বলবো বলে ছুটে যায়
পেতে চায় একবার, ছুতে চাই তোমাকে।
কখনওই কি হয়ে ছিলাম ‘তুমি’ ‘আমি’ মিলে “আমরা”?
দিনের পর দিন ‘আমি’ ‘তুমির’ হিসেব আঁকড়ে ধরে,
পাবার হারাবার অংক কষে…..
মনের খাচায় জং ধরিয়ে….
দুজনেই….চোখেরজল নিয়ে রাত জাগি একসময় তা আবার শুকিয়েও ফেলি।
রাত জেগে শুধু ‘আমি’ আর ‘তুমি’ হয়ে হিসেব মেলায়
পারিনা কখনো “আমারা” হতে।
আজ যদি মনের আকাশে মেঘ করে ,ধুসর ঝড়ে ছিড়ে যায় হিসাবের খাতা…..
খুঁজতে যাবনা সে খাতা,
তুমিও কষো না তোমার গণিত, আমিও দুচোখ রাখবো না খাতাতে….
আজ যদি বৃষ্টি হয় ভীষণতর
নেমে পড়বো, তুমি আমি ভিজবো….
অঝোর ধারায় ‘আমি’ ‘তুমি’ মিলেমিশে “আমরা” হয়ে ভালবাসা না হয় খুঁজবো!!
====================
জাহিদ শরীফ নাসিম।
ঢাকা : ১৯-০১-২০১৮ ইং।