তুমিহীনা…..
——–
কোথাও নেই আমি আজ তুমিহীনা….
এই ধূসর গোধুলী বেলায় সময় যাচ্ছে বড্ড অবহেলায়
তবুও অপেক্ষায় থাকি যদি ফিরে পায় এই বেলায়।
জীবনের প্রতিটি সবুজ আজ ঝড়ে অযত্নে পড়ে মরে,
ইচ্ছা অনিচ্ছের বিরোধীতায় অশান্ত মনকামনার মৃত্যু হয় প্রতিক্ষনে।
আজ তুমিহীনা কোথাও নেই আমি….
তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি
হয়ে যাও আমার অস্তিত্ব, তুমি মিশে যাও আমার নিঃশ্বাসে প্রশ্বাসে।
বুকের ভেতরে দগদগে ক্ষত, সেই বুক থেকে টুপ টুপ নীল কষ্ট কুয়াশা হয়ে ঝরে মন খারাপের প্রতিটি বিকেলে।
দীর্ঘশ্বাসের বিবর্ণ রাত্রি বয়ে চলে বিমূর্ত,
আমার প্রার্থনা হারিয়ে যায় অন্ধকারে, স্তব্ধ বদ্ধঘড়ে, অস্পষ্ট স্বরে।
আমার জন্মান্ধ ভালোবাসা আজ আকাশে বাতাসে ধ্বনিতেছে ধর্ষিত আর্তচিৎকার
তুমিহীনা আজ কোথাও নেই আমি….!!
ঢাকা: ২০-০১-২০১৮ ইং।
জাহিদ শরীফ নাসিম।।