তুই কি আমার স্বপ্ন হবি??
******************
তুই কি আমার স্বপ্ন হবি?
তোর প্রিয় ঐ ঠোটের কোনে হাসি দিয়ে বলবি আমায় ভালোবাসি,
শূন্য বুকে ভ্রমর হয়ে তোর মিষ্টি কমল ঠোটের ছোঁয়ায় হুল ফুটিয়ে তপ্ত করে রিক্ত করবি?
তুই কি আমার স্বপ্ন হবি?
মধ্যরাতে নির্জনতায় নীলাভ আলোয় ঘুম ভাংগীয়ে আলতো করে বুকের মাঝে জড়িয়ে নিয়ে ভালোবাসার ডুব সাতারে ভাষিয়ে দিবি।
কাঠপোড়া ঐ রোদের দিনে ধুলো মাখা কষ্টগুলো দাগ মোছানো বৃষ্টিজলে সুখের বাতাস বইয়ে দিয়ে রাঙা ফুলের পরশ দিবি।
তুই কি আমার স্বপ্ন হবি?
বাউণ্ডুলে উড়নচণ্ডী, আওলা বাউলা রুক্ষমূর্তি ভবঘুরে জীবনটাকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে রাতজাগা এই চোখের নিচের কালো ছায়া বিলিন করে নতুন স্বপ্নের আলোক হবি।
তুই কি আমার বেচে থাকার স্বপ্ন হবি?
শুষ্ক চোখের অশ্রুকণা মুছিয়ে দিতে রাতবিরেত নরম হাতের ছোয়া দিবি?
একটু খানি বেচে থাকার স্বপ্ন হবি?
তুই কি শুধু আমার হবি?
স্বপ্নঘোরে পথ দেখাবি এলোমেলো পথের বুকে
নিশান হয়ে দাঁড়িয়ে থেকে দিক নিশানায় পৌঁছে দিতে।
তুই কি আমার স্বপ্ন হবি?
শুধুই আমার ভালোবাসার স্বপ্ন হয়ে
হৃদয় মাঝে বসত করবি।
তুই কি শুধু আমার হবি?
শুধুই আমার স্বপ্ন হবি?
*****************
জাহিদ শরীফ নাসিম।
ঢাকা: ২১-০১-২০১৮ ইং।