ফোন করবে…
———-
জানি তুমি ভালোই আছো, মন পুরলে ফোন করবে…?
এখনো কি উদাস দুপুর ক্লান্ত মনে ভাবো আমায়?
নির্জন ঐ ঘড়ের কনে স্বল্প আলোয় ঝুল বারান্দায় তাকিয়ে আকাশ ভাবো আমায়?
আপন তৃষ্ণায় সর্বাঙ্গ চাঁদের আলো মেখে
অন্ধকারের জোনাকপোকা এলো খোপায় গেঁথে
ভালোই আছো অন্য কারো স্বপ্নকন্যার বেশে!
আমায় না হয় ভুলেই আছো,ভালোবাসার রং বদলে
সময় পেলে চোখ ডুবিয়ে মন ভিজিয়ে
বাসন্তীমনে উদাস দুপুর কোন এক নির্জনে
একটু না হয় ফোন করো!
আজও আমার মন কাঁদিয়ে চোখ ভিজিয়ে ভালোবাসা ছিল তেমন
হাত বাড়িয়ে ডাকছে তোমায় খুঁজছে তোমায় অন্ধমনে।
আচ্ছা বলো–
এখনোও কি মধ্যরাতে নীল শাড়ীতে মানিয়ে খোপায়
রক্তগোলাপ লাল টিপে রাঙিয়ে ঠোট প্রতিক্ষায় থাকো আসবো বলে?
জানি তুমি এই সময়ে অন্য কারো বিছানায় শুয়ে
একই ঘরের বাসিন্দাদের সংগে নিয়ে স্বল্প আলোয় আকাশ দেখে আছো ভালো।
যখন তুমি একলা হবে, স্বপ্নঘোর যাবে কেটে
খুব কষ্টে ভিজবে চোখ তখন না হয় ফোন করো।
ফোনটা এখন হাতেই থাকে,কখন জানি বেজে উঠে
ক্লান্ত মনে উদাস চোখে তাকিয়ে থাকি….
সময় করে করবে ফোন এক মিনিটে…..।

******************
জাহিদ শরীফ নাসিম।
ঢাকা: ২১-০১-২০১৮ ইং।