রাষ্ট্রপতি পদে আগামী ১৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। এদিন সংসদ সদস্যরা ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। আজ সোমবার রাত ১০টার দিকে আইনমন্ত্রী এ তথ্য জানান।

আনিসুল হক বলেন, সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী এ নির্বাচনের আয়োজন করতে হচ্ছে। এখন তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনাসহ সব কিছুর এখতিয়ার নির্বাচন কমিশনের। সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।’

বর্তমানে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত আছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার মো. আবদুল হামিদ। তিনি দেশের ২০তম রাষ্ট্রপতি। আগামী ১৯ ফেব্রুয়ারি ২১তম রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ করা হবে। তবে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে কোনো ভোটের প্রয়োজন হবে না।