কষ্টের অ-সুখ।।

আজ সবাই কম বেশী কষ্ঠের ফেরিওয়ালা
সবার বুকেতে আছে নানা রকমের জ্বালা ।
আমরা আজ দুহাতে স্বপ্ন উড়ায়,
শিরোনামহীন রাস্তায় হেঁটে চলি সমকালীন নীরবতায় ।
ডিজিটাল ভালোবাসার ভিড়ে নিজেদের হারায়ে খুঁজে ফিরি
তছনছ হয়ে যাওয়া সাজানো সুখের স্বপন ।
এখানে মানুষ নিজেকে বানিয়েছে পুঁজিবাদী সুখের দাস
ছাড়ছে শুধু দুঃখের দীর্ঘশ্বাস
চলছে হরদম মানব হৃৎপিণ্ড বেচাকেনার মেলা
ভালোবাসা বারবার মরে বারবার বাঁচে এখানে
খুঁজে পায় না যে বেঁচে থাকার মানে।
জীবন এখেনে পায়না বেঁচে থাকার কোন সুখ
তবু মিছে হেসে বলে, বেশ ভালো আছি নিয়ে সদা সুখের অসুখ ।
********************
ঢাকা: ১০/০১/২৯১৮ ইং।

জাহিদ শরীফ নাসিম