ভালোবাসার এপারওপার।।
==================
ভালোবাসার এপার ওপারে
আমাদের বসবাস
মাঝখানে নাক উচিয়ে
দ্বিখণ্ডিত করে কাঁটাতারের জাল বিছিয়ে দাঁড়িয়ে দাম্ভিকতা।
বুকে হাত রেখে বলতে পারি
এতটুকু মিথ্যাচার নয় বিশ্বাস করো-,
ভালোবাসার এত যে কষ্ট কে জানতো?
কাঁটাতারের এপারে না দাঁড়ালে কিভাবে বুঝতাম তোমাকে ভালোবেসে আমি ধন্য,নাই বা পেলাম তোমায় কাছে,আজ বুঝেছি কষ্টও কতটা শাশ্বত সুন্দর হয়।
কাঞ্চনজঙ্ঘার সূর্যোদ্বয়ের রাঙা প্রভাতের মত জীবন্ত আমার ভালোবাসা,
বিষাদের প্রতিক্ষণ মন কাঁদিয়ে সজল নয়নে তোমার
ফিরে আসার প্রতিক্ষায় দুচোখ ঝাপসা হয়ে আজ ভালাবাসা অনুধাবন করতে শিখেছি প্রিয়তমা।
দুঃখ বিলাসী মন ভাবনার পাতা ঝরে দমকা হাওয়ায় ভেসে যেতে চায় প্রণয় অভিসারে,
ভালোবাসার বৃষ্টি জলে কৃষ্ণচূড়া গাছের নীচে একাই ভিজি স্মৃতির অতলে হারিয়ে, যন্ত্রমানব হয়ে অপেক্ষা করি বুকে জড়িয়ে নিয়ে বলবো তোমায় আমাকে ছাড়া কি ভালো ছিলে?
আমি জানি তুমি ভালো নেই আমারই মতো,
তোমার ভালো থাকার সব উপকরণ যেমন আমার কাছে তেমনি তোমার কাছে আমার।
********************
জাহিদ শরীফ নাসিম।
ঢাকা: ২৪-০১-২০১৮ ইং।