পরীক্ষা ছাড়া গুঁড়ো দুধ বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বাজারে বিক্রি হওয়া কিছু ব্র্যান্ডের গুঁড়ো দুধে শিশুদের জন্য ভয়াবহ মাত্রায় ক্ষতিকর সিসার অস্তিত্ব থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআই মহাপরিচালক, দেশের সব কাস্টমস কমিশনার ছাড়াও বিভিন্ন দফতরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছে।

ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া কিছু ব্র্যান্ডের গুঁড়ো দুধে ক্ষতিকর সিসা পাওয়া গেছে−যা মানবদেহের জন্য বিশেষ করে শিশুদের জন্য হুমকিস্বরূপ। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমদানি পর্যায়েই তা নিয়ন্ত্রণ করা জরুরি।আমদানি করা প্রতিটি চালান বন্দর থেকে খালাস করে ল্যাব টেস্টে সীসা পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত গুদামজাত করে নিজ জিম্মায় রাখতে হবে আমদানিকারকদের। কোনও অবস্থাতেই তা আগে বাজারজাত করা যাবে না মর্মে অঙ্গীকারনামা দিয়ে চালান খালাস করতে হবে।চিঠিতে সিসার ভয়াবহতা উল্লেখ করে বলা হয়েছে, গুড়ো দুধ বাল্ক/ব্যাগে বিদেশ থেকে আমদানির পর দেশে পুনরায় প্যাকেটজাত হয়ে বাজারজাত হচ্ছে।