ভালোবাসার আবোল তাবোল ।।
=====================
জীবিনের ঝড়োমেঘ শুরু কোন এক আগুন ঝরা সন্ধ্যা বিকালে,
বৈশেখী সন্ধ্যার সে আগুন আমাকে প্রলুব্ধ করেছিল জ্বলে উঠবার।
মনে পড়ে সোনাবৌ,সেই ঝড়ো রাতের ভিতু কন্ঠস্বর ?
তারপর স্বপ্নঘোরে কিভাবে কেটে গেছে পনেরোটি পুড়ে যাওয়া বসন্ত!তুমিওই কি বুঝেছো?
আজ আবার নতুন করে কেন অতীতের যত মলিন পাতা উল্টানো,তাই ভাবছো?
আমার কাছে যে আজও ভালোবাসা,ক্ষত,সবই নতুন,
নতুন স্বপ্নে তোমাকে প্রাণখুলে ভালোবাসা দিয়ে করি যে দিনের শুরু!!

সারাদিন কত ছোটাছুটি কত
দৌড়ঝাঁপ আর পেরেশানি!
ঘরে অপমান,গঞ্জনা, চাপা ক্রন্দন আর গোঙানী।
বেকারত্বের জ্বালা,রাগ,অভিমান যাই হোক, পরোয়া করিনা।
রাত হলেই শুধু ভেসে চলি মনের ইশারায়,
প্রেমের গানে যত হারানো শব্দ তা খুঁজে আমি নতুন সুর বাধি।

মধ্যযৌবনের আকাশে আজ কঠিন দুপুর,
একফালি স্বপ্ন বুকে নিয়ে চুপিচুপি একাই ছুটি
সময় চুরির অপবাদ নিয়ে।
নেই কোন গাছের ছায়া,আজ বড্ড একা
মনের পাতায় আমি—-
একাই পুড়ে মরি,তোমাকে ভেবে শুধু রঙিন স্বপ্ন আনমনে একে চলি।।

লোকে যদি হাসে,হাসুক তবে,দিক্ বয়সের গঞ্জনা,
চরিত্র নিয়ে করে কানাঘুষা, করুক তাতেও দমবো না আমি।
জীবনের দৌড়ে সব পাওয়াতেও যদি শুন্য দেখি,
সব শুন্য—–
ভালোবাসার কান্না যদি বুকে পড়ে চাপা,
পড়ুক না,আর তাকে দেবো না বাধা।
একটুখানি ভালোবাসা আজ চুরি করে চুপিসারেই না হয় চলবো।
***********************
জাহিদ শরীফ নাসিম।
ঢাকা: ২৫-৯১-২০১৮ ইং।