নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে জেএমবির এক নেতা ও আনসারুল্লাহ্ বাংলা টিমের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।র‌্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক ও রাজধানীর কাকরাইল এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন – জেএমবি নেতা শায়েখ কামাল হোসেন (৪৫), আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রেজাউর রহমান (২৭), মোবারক হোসেন(৩৩) ও আবু রহমান চৌধুরী (২৮)।তাদের মধ্যে কামাল জেএমবির দাওয়াতি শাখার শীর্ষস্থানীয় নেতা বলে র‌্যাবের ভাষ্য।র‌্যাব কর্মকর্তা হাসান বলেন, “জেএমবির দাওয়াতি শাখার শীর্ষস্থানীয় নেতা জঙ্গি কামাল রাজধানীর রামপুরা, বাড্ডা, খিলগাঁও, সবুজবাগ ও শাহজাহনপুর এলাকায় সদস্য সংগ্রহের কাজ করতেন। গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আর আনসারুল্লাহর সদস্য তিন জঙ্গি জিন্দাপার্ক এলাকায় গোপন বৈঠক করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই জঙ্গিদের কাছ থেকে তিনটি গুলিসহ বিদেশি একটি পিস্তল, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

Image : bdnews24