আগমী ৪ঠা ফেব্রুয়ারি রোববার সকাল ১০:০০টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ^বিদ্যালয়ের দুই সহ¯্রাধিক কলেজ অধ্যক্ষদের নিয়ে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদানসহ ১১টি নতুন স্থাপনা ও প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভউদ্বোধন করবেন বলে জাতীয় বিশ^বিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ছে।

বিশ^বিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত ্ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় , অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গদের নিয়ে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে ভিসির সভাকক্ষে রবিবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিস্তারিত প্রস্তুতি পর্যালোচনা শেষে উপাচার্য শতভাগ নিখুঁতভাবে অনুষ্ঠান সম্পাদনে যথাযোগ্য দায়িত্ব পালনে সকলের প্রতি আহবান জানান। সভায় অন্যান্যদের মধ্যে প্রো-উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, কোষাধ্যাক্ষ প্রফেসর মোঃ নোমান উর রশীদ, ডিন প্রফেসর ড. মোঃ নাসির উদ্দিন ও রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।