তাৎপর্যপূর্ণ এক ঝটিকা সফরে ঢাকায় এসেছেন মার্কিন উপ-সহকারী মন্ত্রী ডেনিয়েল এন রোজেনব্লাম। রোববার রাতে বাংলাদেশে পৌঁছান তিনি। সোম ও মঙ্গলবার সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, নাগরিক সমাজ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে রোজেনব্লামের মতবিনিময়ের কথা রয়েছে। মঙ্গলবার বিস-এর এক অনুষ্ঠানেও থাকতে পারেন তিনি। শুভেচ্ছা বা পরিচিতি সফরে এই প্রথম বাংলাদেশে আসা ডেনিয়েল এন রোজেনব্লাম ঢাকার এক সেমিনারে ‘দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইন্দো-প্যাসিফিক রিজিওন’ শীর্ষক একক বক্তৃতা করবেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশসহ এ অঞ্চলের সম্পর্কের বিষয়টি তার বক্তৃতার ফোকাসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র বিভাগের পক্ষ থেকে দক্ষিণ ও মধ্য এশিয়া মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন এই মন্ত্রী। তিনি তহবিল, নীতি-নির্ধারণ ও নিরাপত্তা বিষয়ে মার্কিন প্রশাসনকে পরামর্শ দিয়ে থাকেন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি সরেজমিন দেখতেই চলতি মাসে ট্রাম্প প্রশাসনে উপ-সহকারী মন্ত্রীর দায়িত্ব নেয়া রোজেনব্লামের এই সফর। তিনি বাংলাদেশ সফরের পরে শ্রীলংকা যাবেন।