বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টে অবশেষে ড্র হলো। গতকাল পর্যন্ত ড্র হবার বিষয়টি নিয়ে শঙ্কায় ছিল বাংলাদেশ দর্শকদের মনে। কিন্তু সে শঙ্কা হাওয়ায় উড়িয়ে দিয়ে প্রতিকূল পরিবেশকে অনুকূলে এনে ম্যাচ বাঁচিয়েছে টাইগাররা। তবে সমানে সমানে লড়াই করা এ ম্যাচে অনবদ্য ছিল বাংলাদেশী টেস্ট ওটেনার মমিনুল হক। তিনি প্রথম ইংনিসের মতো দ্বিতীয় ইংনিসেও সেঞ্চুরি তুলে নিয়ে শ্রীলঙ্কা শিবিরকে হতাশায় পুড়িয়ে ম্যাচ ড্র করেছেন। মমিনুলের পাশে থেকে লিটন দাস খেলেছেন ৯৪ রানের একটি অনবদ্য ইংনিস।

ম্যাচটিতে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মমিনুল হক। এই টেস্টে ক্যারিয়ারের পঞ্চম ও ষষ্ঠ সেঞ্চুরি করেন মামিনুল হক। দ্বিতীয় ইংনিসে ১৭৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ১০৫ রান করে ধনাঞ্জয়া ডি সিলভার বলে আউট হন তিনি। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০০ ওভারে খেলে ৫ উইকেট হারিয়ে ৩০৭ রান করে। ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন অধিনায়ক মাহমুদউল্লা (২৮) ও মোসাদ্দেক (৮)।