রুপালী নারী—-

তুমি ভুল ভাবছ…………
আমি কবিতা লিখি,
কবিদের সাথে কলম মিলাব বলে নয়
এতটা দুঃসাহস কি করে আমার হয়
কবি হৃদয় মহানু প্রান
সত্য সুন্দরের পূজারী তার অক্ষি দর্শন
যুদ্ধের ময়দানে সাহসী ভুমিকায়,
তার লেখনী তলোয়ার
আমি দেখেছি সেই তাণ্ডব সুনিপুন…।।
কবিত্ব শক্তির মহিমা পাব
এতটা দুঃসাহস বল কি করে আমার হয়………
আমি নগণ্য, অতিব সামান্য
নক্ষত্রের রুপালী আলোয় আমি বেমানান
আমি অযাচিত, আমার আঁশটে-পৃষ্টে জরিয়ে আছে মহাকালের শিকল
শিকল ভাঙ্গার গান আমি কখনই গাইবনা
আমার কণ্ঠে বজ্রধ্বনি অতি অসম্মান
আমি নারী, আমি কোমলমতি
আমাকে কি আর অমন রুপে মানায়
আমি তো অবলা, অবোধ, অসহায়
তবে যেদিন করিব হুঙ্কার,
দৃষ্টতার বন্ধন ছাড়িয়া, নিথর দেহ করিব দান
সেদিন শুধু তুমি নও, পৃথিবী জাগিবে………………।

আমেনা ফাহিম