এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁস চলছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত চারটি পরীক্ষার প্রশ্নই ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্রের পর এবার ইংরেজি দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি অভীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হলো।
বুধবার পরীক্ষা শুরুর অন্তত ৪৮ মিনিট আগে সকাল ৯টা ১২ মিনিটে ইংরেজি দ্বিতীয় পত্রের ‘খ’ সেটের গাঁদা প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে পাওয়া গেছে। যা অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল পাওয়া গেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষাটি শুরু হয়। শেষ হয় দুপুর ১টায়।

মঙ্গলবার রাত থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন গ্রুপ ও পেজে নজর রাখার পর সকাল ৯টা ১২ মিনিটে ইংরেজি দ্বিতীয় পত্রের খ সেটের প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের ‘English ২nd part’ নামের একটি গ্রুপে পাওয়া যায়। এর সঙ্গে ছিল হাতে লেখা উত্তরপত্রও। এরপর থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্রটি ছড়িয়ে পড়তে দেখা যায়। পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া প্রশ্নের সঙ্গে ওই প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।