সংগীতের প্রাণশক্তি শাস্ত্রীয় সংগীত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আগামি ১০-১২ ফেব্রুয়ারি একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করেছে বরেণ্য ও উদীয়মান শিল্পীদের অংশগ্রহণে তিনদিনব্যাপী শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব ২০১৮। আগামীকাল ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার সন্ধ্যা ৬.০০টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব ২০১৮ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপিএবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব ইব্রাহীম হোসেন খান।

উদ্বোধনী আলোচনা শেষে সমবেতশাস্ত্রীয় সঙ্গীত খেয়াল/মালকোষ পরিবেশন করবে- সরকারীসংগীতমহাবিদ্যালয়, শাস্ত্রীয় সংগীত একক পরিবেশন করবে শিল্পী-অসিতরায়-(ধ্রুপদ), সৌমিতা বোস (পাখোয়াজ) ধ্রুপদ, রাগ, সমবেতশাস্ত্রীয়নৃত্য পরিবেশন করবে-শিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়, র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস (গৌড়ীয়নৃত্য), সেতার পরিবেশন করবে শিল্পী রিনাত ফৌজিয়া(রাগ), ফিরোজখান (রাগ), সমবেত তবলার লহরা, সন্তুর -নূরুলহক(রাগ), শাস্ত্রীয় সংগীত একক পরিবেশন করবে শিল্পী প্রিয়াংকা গোপ(ঠুমরী, রাগ) , সানী জুবায়ের(ঠুমরী), ড. ফকির শহিদুল ইসলাম ও সাইফুলইসলাম, বাঁশি পরিবেশন করবে শিল্পী -মোঃ মনিরুজ্জামান(রাগ), দ্বৈত শাস্ত্রীয়নৃত্য পরিবেশন করবে-নৃত্যাঞ্চল(কত্থক)