হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১ সোনার বারসহ দুইযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।শুক্রবার ভোরে ওই দুই যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। আটকরা হলেন- ফেনীর ফুলগাজী উপজেলার কেরামত আলী (৫৮) এবং রাজধানীর কদমতলী এলাকার বাসিন্দা লোকমান হোসেন (৫৮)।

সূত্র জানায়, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে আসা একটি বেসরকারি এয়ারলাইন্সের সন্ধ্যার ফ্লাইটে ঢাকা আসেন এই দুই যাত্রী। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হয়ে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে শুল্ক গোয়েন্দারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন।এক পর্যায়ে স্বর্ণ বহনের কথা স্বীকার করেন তারা।শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, ওই দুইযাত্রীর ব্লেজার, জুতা ও মোবাইল কাভারের ভেতরে ৩১টি সোনার বার বিশেষভাবে লুকায়িত অবস্থায় ছিল। উদ্ধার হওয়া এসব বারের মোট ওজন ৫ কেজি ৮০০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা।কর্মকর্তারা বলেন, বেসরকারি এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে বিকেলে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে, আকাশপথে ব্যাংকক থেকে আসা কোনো যাত্রীর থেকে এই স্বর্ণ হস্তান্তর হয়েছে।আটক দুইজনের বিরুদ্ধে শুল্ক আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তারা।