উপহার —আমেনা ফাহিম

আমি তোমায় করিনু উপহার
দিয়েছিনু হৃদয়ের ভার
তুমি তাহা জানিতে
তবু নাহি মানিতে
তব সুধা বিভাবরী
সহিবে কেমনে বলো
প্রানে আশা সঞ্চারি
দিবা রাতি বালুচরী
শূন্যে শূন্যস্থান
পথি মাঝে এক টুকরো হাসি
গন্ধ রজনীগন্ধার
উতলা নয়ন মাঝি
কহিনু কাহারে
কার তরে বিরহিণী
কিসের যাতনে আজি
আধারের যাত্রী আমি
আপনার দহনে দহি
সুধাইব কাহারে
কিসে দিব অঞ্জলি
বরণে বাধিবে কে গো
নীলাচলে নীলের নারী
যদি কভু মনে লয়
মন বনে আসিও
প্রানের কূলে বাধিয়
প্রতিক্ষায় প্রতিবাদে
আর কত করিব স্নান
বেশি কিছু চাহিনে ওগো
ভালবাসায় ভুলাইয়ো
এই দেহ মন প্রাণ।।।।।।।।