পোড়া ফাগুন।।
————
যৌবনের প্রথম বসন্তে যখন বুঝলাম উদাসী বাতাস ভালো লাগে
চুপ করে মুখপানে চেয়ে থাকলে ভাবনার আকাশে উড়ে ফাল্গুনী রঙ,
ঠিক সেই থেকে শুরু আমাদের ভালোবাসা।
ধড়ফড়ানি বুকে কথার ফুলঝুরি ছুটিয়ে পথ চলা নিমেষেই হারিয়ে যাওয়া স্বপ্ন বাসরের সুখ
জানিয়ে যায় তুমি-ই আমার ফাগুন রঙা ভালোবাসা।
হিমেল হাওয়ায় অসহ্য কাকের ডাকেও কুহুতান জাগায়
ফাল্গুনী দিনে ভালোবাসার মনে।
ফাগুনের পাতা ঝরা অলস দুপুর ছায়া শীতল বিকেল গড়িয়ে যায়
কোকিল ডেকে জানিয়ে দেয় ফাগুনের আগমন
কিন্ত পোড়া মনে কোকিলের ডাকেও এখন আর ফাল্গুনী রঙ ছড়ায় না,
সবই আজ স্মৃতি ফেলে আশা ভালোবাসার।

আজও মধ্য চল্লিশে ফাগুন আসে
নির্জনে কেটে যায় যৌবনের শেষ নীল।
অথচ সেদিনের ফাগুনে কত গল্পকে কবিতা বানিয়েছি!
ভালোবাসার বিশালতায় দুজনায় আবৃত হয়েছি।
আজ আমার চাঁদহীন আকাশ আলোর প্রতিক্ষায় পাড়ি দেয় মেঘের পর মেঘ,
বাস্তবতার বিষাক্ত অন্তর্দাহে পুড়ে যায় ফাগুন,
দূরে কোথাও পাতা ঝরার শব্দেও কেপে উঠে পোড়া মন।

____জাহিদ শরীফ নাসিম।
____০১ লা ফাল্গুন।।
ঢাকা: ১৩ ই ফেব্রুয়ারি ২০১৮ ইং।