বান্দরবানের লামা উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দূর্গম রোয়াজা পাড়া এলাকা হতে র‌্যাব অভিযান চালিয়ে ২৫টি আগ্নেয়াস্ত্র (১৪টি এসবিবিএল ও ১১টি ওয়ানশুটারগান) ও ২০৩৭ রাউন্ডগুলিসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হল ছাইলুং মার্মা (৩৫), সুইচামং মার্মা (৩৪), মেফা মার্মা (৪১) ও ঐক্য মার্মা (৪০)। তারা সবাই একই ইউনিয়নের বাসিন্দা।

বান্দরবান ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহষ্পতিবার রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দূর্গম রোয়াজা পাড়া এলাকায় কক্সবাজারের র‌্যাব-৭ অভিযান চালায়। এ সময় এলাকা থেকে ২৫টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪জনকে আটক করে। তবে অভিযানের পরপরই উদ্ধারকৃত অস্ত্রসহ আটকদেরকে নিয়ে কক্সবাজার র‌্যাব-৭ কার্যালয়ে চলে যাওয়ায় এর বেশি কিছু তিনি বলতে পারেননি।

স্থানীয়রা জানান, এখানে দীর্ঘদিন ধরেই ডাকাতি করছিল একদল সন্ত্রাসীরা। তবে বান্দরবান- কক্সবাজারের সীমান্তবর্তী হওয়ায় পুলিশও তাদের কিছু করতে পারেনি এতদিন। পুলিশ ধরতে আসলেই তারা কক্সবাজার সীমান্তে চলে যেত আবার পুলিশ চলে গেলে তারা বান্দরবান সীমানায় চলে আসত। র‌্যাবের এ অভিযানের ফলে এলাকাবাসীরাও র‌্যাব-৭ কক্সবাজার ইউনিটকে সাধুবাদ জানিয়েছে।

সংবাদ প্রেরক, উথোয়াই মারমা জয়