এবারের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েরও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। শনিবার পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে ইন্টারনেটে বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়। পরীক্ষা শুরুর আগে সকাল ৯টার দিকে প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের গ্রুপে পাওয়া যায়। এর আগে এসএসসি পরীক্ষার ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্রই ফাঁস হয়।

প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার নানা পদক্ষেপ নিলেও কোনোভাবেই বন্ধ করা সম্ভব হয়নি। সর্বশেষ গেল বৃহস্পতিবার চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রশাসনিক ও বিচার বিভাগীয় দুটি কমিটি গঠন করেন হাইকোর্ট। আদেশের কপি হাতে পাওয়ার সাত দিনের মধ্যে কাজ শুরু করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে দুই কমিটিকে নির্দেশ দেয়া হয়।