খাগড়াছড়িতে দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় (৪৩) নামে এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে জেলা সদরের হরিনাথ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার জন্য ‘গণতান্ত্রিক ইউপিডিএফ’ ও জেএসএস এমএন লারমা গ্র“পকে দায়ী করেছে সংগঠনটি।
নিহত দীলিপ পানছড়ির চেঙ্গী ইউনিয়নের মনিপুর এলাকার সন্তোস কুমার চাকমার ছেলে। তিনি হরিনাথ পাড়ায় সাংগঠনিক দ্বায়িত্বে ছিলেন।জানা যায়, শনিবার সকালে হরিনাথ পাড়ায় একটি বাসার সামনে দীলিপসহ দুই জন বসা ছিলেন। এসময় একদল অস্ত্রধারী তাদের তাড়া করলে দীলিপ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অস্ত্রধারীরা পেছন থেকে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর জন পালিয়ে যেতে সক্ষম হয়।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সংগঠক মাইকেল চাকমা এই ঘটনায় নিন্দা জানিয়ে বলেন,এই ঘটনায় নব্য মুখোশ বাহিনী (ইউপিডিএফ গণতান্ত্রিক)ও জেএসএস এমএন লারমা গ্র“পের সন্ত্রাসীরা দায়ী। তারা নতুন করে পাহাড়ে সংঘাত সৃষ্টি করছে।খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।