যুব সমাজ 

কোন সে যুবক কোথায় আছো
ঘর ছেড়ে আজ বাহিরে এসো
মনের চক্ষু খুলে দেখো
কিছুই ঠিক তো নেই,
রক্ষকেরাই ভক্ষক আজ
ধংস করতে যুব সমাজ
সবটা আছে আজকে দেখো
তাদের দখলেই
আর কতদিন চুপটি করে
মুখ লুকিয়ে থাকবে ঘরে
কাপুরুষের দল
একটিবার দাঁড়াও রুখে
চেয়ে দেখো মায়ের মুখে
কি হয়েছে হাল।
বাংলা মায়ের মান বাঁচাতে
মাতৃভাষা ফিরে পেতে
৫২ তে লড়েছিলো যুবক
পায়নি একটুও ভয়,
তারা স্বার্থটাকে গিয়ে ভুলে
বুকের তাজা রক্ত ঢেলে
সব কিছুকেই পিছনে ফেলে
গড়েছিলো পরিচয়
যুব-সমাজ এগিয়ে এসো
বাংলা মাকে ভালবাসো
হতে দিওনা অপমান,
সব অন্যায়ের প্রতিবাদ করো
সত্যটাকে আঁকড়ে ধরো
রাখো মায়ের সম্মান।

– অপরিচিতা

সাতক্ষীরা