নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে হারিয়ে কাতালান সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য থাকলে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। এদিন অবশ্য লিওনেল মেসি-সুয়ারেজসহ মূল দলের অধিকাংশ তারকাকে বিশ্রাম দিয়ে মাঠে নামে বার্সা। ফলে নির্ধারিত সময়ে কোনো ফল আসেনি। তবে টাইব্রেকারে বার্সার ফুটবলাররা চারটি শটের সবকটিতেই গোলের দেখা পায়। কিন্তু এসপানিওলের দুটি শট লক্ষ্যভ্রষ্ট হলে উৎসবে মাতে বার্সা।

স্পেনের কাতালান অঞ্চলের এ সুপার কাপটি প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। যেখানে প্রথমবার এর শিরোপা জিতেছিলে বার্সা। তবে গতবার এসপানিওল এটি জিতে নেয়। এদিকে প্রথমদিকে কাতালান সুপার কাপটি আয়োজন হতো সেই অঞ্চলের সবকটি দলের মধ্যে। তবে ২০১৪ সাল থেকে লা লিগার সেরা দুই কাতালান ক্লাব এই প্রতিযোগিতা করে আসছে।