কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। জানা যায়, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব-৭ টেকনাফ অস্থায়ী কাম্পের অপারেশন অফিসার মোঃ রেজাউল হক বিশেষ দল নিয়ে সদরের পল্লান পাড়ায় অভিযান চালায়। এসময় মাদক লেনদেনে সংশ্লিষ্ট কতিপয় ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে কলেজ পাড়ার মৃত মকবুল আহমদের পুত্র মোঃ কায়েস আজিজ (২০), শ্বশান ঘাটের হোসেন জোহারের স্ত্রী খুরশিদা বেগম (৪৫) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ নুরকে (২০) আটক করে। লোকজনের উপস্থিতিতে আটককৃতদের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ও ব্যবহৃত মুঠোফোনসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধিত ধারায় মামলা দায়েরের পর ১৩ মার্চ মঙ্গলবার সকালে টেকনাফ মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।