সুদানে প্রায় ৫০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। অপুষ্টিতে তাদের প্রায় ২৫ লাখ শিশু প্রতিবছরই অসুস্থ হয়ে পড়ে বলেও জানিয়েছে সংস্থাটি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

জাতিসঘের মানবাধিবকার সমন্বয় বিষয়ক দফতর জানায়, গত বছরের চেয়ে এই সংখ্যা সাত লাখ বেড়েছে। বন্যা ও খরায় অনেক ফসল নষ্ট হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, প্রতি বছর প্রায় ২৫ লাখ শিশু অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়। মানবিক সহায়তার প্রয়োজন জয় ৭ লাখ মানুষের।২০১৭ সালে কৃষি উৎপাদন বাড়লেও খাদ্য নিরাপত্তা বাড়েনি। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। খরা ও বন্যায় নষ্ট হয়েছে ফসল। ফলে খাদ্য অনিরাপত্তা তৈরি হয়েছে।জাতিসংঘ জানিয়েছে সুদান দুইটি চ্যালেঞ্জের মুখোমুখি। দেশটির অনেক মানুষ বাস্তুহারা হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণেও খাবার নষ্ট হচ্ছে। অপুষ্টিতে ভুগছে শিশুরা। দেশটির সুদানের দারফুর জুতে ২০১৭ সালে সহিংসতার মাত্রা গত এক দশকে সবচেয়ে খারাপ স্তরে পৌঁছায়। গত বছর ফেব্র“য়ারির শেষ থেকে মধ্য এপ্রিল পর্যন্ত সময়ে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।