অস্ট্রেলিয়ায় তীব্র তাপমাত্রা ও প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর ফলে বেশ কিছু বাড়িঘর পুড়ে ছাই ও গবাদি পশু মারা গেছে। দেশটির কর্মকর্তারা সোমবার একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। রোববার দাবানলের কারণে নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলীয় নয়নাভিরাম তাথরা গ্রামের প্রায় ৭০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে। সপ্তাহান্তে শুরু হওয়া এই দাবানলে ভিক্টোরিয়ার পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪০ হাজার হেক্টর এলাকা সম্পূর্ণ পুড়ে গেছে। সপ্তাহান্তে কয়েকটি দাবানল দেখা দেয়। এতে মাংস ও দুধের জন্য পালিত বহু গবাদি পশু মারা গেছে।  কর্তৃপক্ষ জানিয়েছে, এত সব ক্ষতি সত্ত্বেও দাবানলে কোন মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।