বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের (১২ মাস) জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। বুধবার অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম এমন খবর দিয়েছে। এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত তৃতীয় খেলোয়াড় ক্যামেরন বেনক্রফটকে নয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

কেপটাউন টেস্টের তৃতীয় দিন বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার আগে হয়ত এতটা কঠিন পরিস্থিতির কথা ঘুণাক্ষরেও আচ করতে পারেননি স্মিথ ও বেনক্রফট। মাত্র কদিন আগেই ছিলেন অস্ট্রেলিয়ানদের নয়নের মনি। কিন্তু একটি মাত্র ঘটনায় নায়ক থেকে একেবারে খলনায়কে পরিণত হয়েছেন। তবে সন্দেহের তালিকা থেকে মুক্তি মিলেছে কোচ ড্যারেন লেম্যানের। কোচের দায়িত্ব চালিয়ে যেতে তাকে অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথ, ওয়ার্নার ও বেনক্রফটের পরিবর্তে জোহানেসবার্গ টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ম্যাট রেনশ, জো বার্নস ও গ্লেন ম্যাক্সওয়েল।