যশোরে চাঁদার দাবিতে মারপিটের ঘটনায় রেজিস্ট্রি অফিসের সকল কাজকর্ম বন্ধ রয়েছে। এতে করে দুভোর্গে পড়েছে সাধারণ মানুষ। দুর দূরান্ত থেকে জমি রেজিস্ট্রি করতে এসে ফিরে যাচ্ছে। এদিকে, সন্ত্রাসীদের আটক ও শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকল কাজকর্ম বন্ধ রেখেছে রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকালে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে মারপিট করে রেজিস্ট্রি অফিসের দলিল ডেলিভারি ক্লার্ক ভৈরব চক্রবর্তীকে। ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের আটকের দাবিতে রেজিস্ট্রি অফিসের সকল কাজ বন্ধ রয়েছে।ভৈরব চক্রবর্তী জানান, ‘যশোর শহরের বেজপাড়ার সুমন নামে এক যুবক প্রায়ই অফিসে এসে আমার কাছে চাঁদা দাবি করতো। আমি দিতে অপারগতা প্রকাশ করি। বুধবার সকালের দিকে বাসা থেকে রিকশাযোগে এসে অফিসের সামনে নামি। এসময় বেজপাড়া এলাকার আরেক যুবক মাসুদ ওরফে সুমন ও তার এক সহযোগী আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমাকে মারপিট শুরু করে। তার হাতে থাকা চাকু দিয়ে আমার পেটে আঘাত করতে যায় এবং জীবননাশের হুমকি দেয়। এসময় স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।’
এদিকে, একাধিক দলিল লেখক অভিযোগ করে বলেন, এখানে বেশ কিছু লোককে সপ্তাহ ও মাসিক ভিত্তিতে টাকা দেওয়া লাগে। কিন্তু বুধবার সকালে মাসুদ নামের যে ছেলেটি মারপিট করেছে মূলত সে টাকার অংক বাড়ানোর জন্য চাপ দিচ্ছিল।রেজিস্ট্রি অফিসের ডিলিং অ্যাসিস্টেন্ট ইলিয়াস হোসেন বলেন, ‘এই অফিসে আমরা যারা বাইরের থেকে এসে চাকরি করি তারা খুব বিপদে আছি। মাসুদসহ আশপাশের অনেক মাসুদই আছে, যারা সব সময়ই আমাদের চাঁদার দাবিতে নাজেহাল করে। বাধ্য হয়ে অনেক কিছুই সহ্য করি। ভাই খুবই বিপদে আছি। এর থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজছি। কিন্তু উপায় দেখছি না। তিনি বলেন, ‘চাঁদাবাজরা অনেক ক্ষমতাশালী। নিউজ করলে আবার কোন বিপদে পড়ি, ঠিক নেই।’পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনসপেক্টর শিহাবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’এ ব্যাপারে জানার জন্য সদর উপজেলা সাব রেজিস্ট্রার শাহাজান আলীর নাম্বারে কয়েকবার রিং করা হয়। কিন্তু তিনি রিসিভ করেননি। এসএমএস পাঠানো হলেও কোনো জবাব আসেনি।প্রসঙ্গত, রেজিস্ট্রি অফিসে নানা ধরনের অনিয়ম, বাড়তি টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। বেআইনিভাবে আদায় করা বাড়তি এই টাকার একাংশ শহরের সন্ত্রাসীদের মধ্যে ভাগবাটোয়ারা হয় বলে অভিযোগ রয়েছে।