ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র দীপ্ত সরকারও (২৩) মারা গেছেন। দীপ্তর শরীরের প্রায় ৫৮ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট সূত্র।শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় চিকিৎসাধীন তিন শিক্ষার্থীর সবাই মারা গেলেন। আর ঘটনা স্থলেই একজন মারা যান। সব মিলে চারজনই মারা গেলেন। নিহত চার শিক্ষার্থীর সবাই বিভাগে মেধাতালিকায় প্রথম দিকে ছিলেন। তাদের সহপাঠী তুষার মাহমুদ জানান, সম্মিলিত ফলাফলে দীপ্ত দ্বিতীয়, তৌহিদ তৃতীয় ও শাহীনের অবস্থান ছিল চতুর্থ।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার আর এস টাওয়ার নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় ভয়াবহ বিস্ফোরণে ওই বাসার কাচ, পার্টিশন ও দুটি দেয়াল চুরমার হয়ে যায়। এতে তাওহীদুল ইসলাম তপু নামে ২৪ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাকি তিন বাসিন্দা। হতাহত চারজনই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। একটি টেক্সটাইল মিলে ইন্টার্ন করতে ভালুকায় এসে গত ১০ মার্চ ওই বাসা এক মাসের জন্য ভাড়া নিয়েছিলেন তারা।