২০ কোটি ২০ লাখ পাউন্ড মুনাফার বিপরীতে দেশটিতে এই পরিমাণ কর গুনতে হবে প্রতিষ্ঠানটিকে। প্রতি বছর যুক্তরাজ্যে গুগলের বিক্রির পরিমাণ ৫৭০ কোটি ডলার। মার্কিন প্রতিষ্ঠান হলেও, গুগলের বেশিরভাগ কার্যক্রম পরিচালিত হয় যুক্তরাজ্যে। তাই, এই দেশেই সবচেয়ে বেশি কর গুণতে হয় প্রতিষ্ঠানটিকে। তাছাড়া, ইউরোপে কর্পোরেট ট্যাক্স যুক্তরাষ্ট্রের তুলনায় কম হওয়ায় গুগলের মতো বেশির ভাগ প্রতিষ্ঠানই এ অঞ্চলে ব্যবসা স্থাপন করছে।

লন্ডনে প্রায় সাত হাজারেরও বেশি কর্মী রয়েছে গুগলের। যা প্রতি বছরই বাড়ছে। তবে, করের পরিমাণ কম থাকার সুযোগে গুগল করফাঁকি দিচ্ছে, এই অজুহাতে সম্প্রতি ফেইসবুক ও গুগলের ওপর কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার ও ইউরোপের নীতি-নির্ধারকরা।