ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে জগন্নাথপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। ৪ এপ্রিল মঙ্গলবার সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহম্মেদ সংবাদ সম্মেলন এর মাধ্যামে এর সত্যতা নিশ্চত করেন । তিনি আরো জানান যে,ঠাকুরগাঁওয়ের ডিবি পুলিশ সোর্স এর মারফতে জানতে পারেন যে,ঠাকুরগাঁওয়ে কিছু ডাকাত সদস্য অবস্থান করছে । ডিবি পুলিশেরএকটি চৌকশ দল ডাকাতদের গ্রেফতার এর জন্য ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি বুঝতে পারলে ডাকাতরা পুলিশের উপর গুলি ছুড়ে পালাতে শুরু করে । আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পলিয়ে যায়। পরবর্তীতে দেখা যায়,ডাকাতের একজন (বয়স অনুমানিক ৩০ বছর) গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে।তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে ডিবির ৪জন সদস্য আহত হয় এবং তারা পুলিশ হাসপাতলে চিকিৎসাধীন।ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ২টি রামদা ও ১টি হাসুয়া জব্দ করেছে।ডাকাত দলের অবশিষ্ট সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উক্ত ঘটনায় সদর থানায় একটি ডাকাতির চেষ্টাসহ হত্যা মামলা ও একটি অস্ত্র আইনের মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, গত ১৩/০৩/২০১৮ তারিখে ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ¦ দবিরুল ইসলাম এর বাসায় যে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছিল সেই মামলায় ইতিমধ্যে ০৫ জন ডাকাত গ্রেফতার পূর্বক আদালতে সোর্পদ করা হয়েছে।তার হলেন,(১নং).রুবেল ইসলাম(২৬),পিতা-মৃত আব্দুল মজিদ,সাং ফুটকিবাড়ী,বোচাগঞ্জ,দিনাজপুর,(২নং).মামুনুর রশিদ মামুন(৩৩), পিতা- সামসুল হক,সাং-বিন্নকুড়ি,চিরিরবন্দর,দিনাজপুর,(৩নং)সাবেদুল(৩৩) পিতা-মৃত সামসুল হক ,সাং –জগদল,বীরগঞ্জ,দিনাজপুর, (৪নং) মামুনুর রশিদ(৪৭), পিতা-মৃত আনিসুর রহমান সাং-ছোট হাতিসাল,নবাবগঞ্জ, দিনাজপুর, (৫নং) শ্রী কমল(৬০) পিতা-মৃত সরৎ চন্দ্র, সাং-ওয়াল কাড়ী,বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও।এছাড়ও ইমরান নামে এক স্বর্ণ ব্যাবসয়ি গ্রেফতার হয়েছেন।

মাহমুদ আহসান হাবিব ,ঠাকুরগাঁও প্রতিনিধি