গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করার সময় মুজিবুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন ৩ জন। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। গাজীপুরের টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রোববার দুপুরের দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা আসছিল জামালপুর কমিউটার ট্রেন। টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছলে সিগন্যালের ভুলে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পাশের লাইনে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। টঙ্গী থানার ওসি কামাল হোসেন বলেন, আহত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ট্রেনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছেন।