দুর্নীতি দমন কমিশনের করা মামলায় জজ আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রহমান খান। এর আগে হাই কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। সোমবার সেই জামিনের মেয়াদ শেষ হলে ফরিদুর রহমান খান ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।শুনানি নিয়ে বিচারক কামরুল হোসেন মোল্লা তাকে আগামী ১৬ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন বলে ফরিদুর রহমানের আইনজীবী সাইদুর রহমান মানিক জানিয়েছেন।কৌশলে প্রায় সাড়ে ২১ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে গত ১১ জানুয়ারি গুলশান থানায় এই মামলা করেন দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম।

মামলায় ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খানের সঙ্গে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার রহিমা বেগমকে আসামি করা হয়।ইউনাইটেড হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১১ পর্যন্ত সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স বাবদ ২১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৯৯৩ টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।