প্রচন্ড ¯্রােত ও ঢেউয়ের কারণে মংলা বন্দরের হাড়বাড়িয়ায় ডুবন্ত কয়লা বোঝাই কার্গো জাহাজ উদ্ধারের কাজ শুরু করতে পারছেনা ডুবরিরা। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতার সকল প্রস্তুতি সম্পন্ন করলেও ঢেউ এবং ¯্রােতের ফলে শুক্রবার সকালেও উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। উদ্ধার কাজে নিয়োজিত হোসেন স্যালভেজের মালিক মো: সোহরাব হোসেন মোল্লা বলেন, উদ্ধার কাজের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও ঢেউ আর প্রচন্ড ¯্রােতের জন্য কাজ করা যাচ্ছে না।
¯্রােতের টানে কয়লা উত্তোলণের জন্য ড্রেজারের পাইপ কার্গো জাহাজে স্থাপন করা যাচ্ছে না। পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জ কর্মকর্তা মো: শাহীন কবির বলেন, মালিকপক্ষের লোকজন উদ্ধার তৎপরতার জন্য ঘটনাস্থলে অবস্থান করলেও নদী উত্তাল থাকায় এবং প্রচন্ড ¯্রােতে কাজ করতে বিঘœ ঘটছে। তবে তারা সেখানে উদ্ধারের প্রাথমিক কাজ কর্ম করছেন। ডুবন্ত জাহাজটি উদ্ধারের জন্য বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে পৌছায় মালিকপক্ষের ভাড়াকৃত একটি বলগেট, একটি ড্রেজার, একটি লঞ্চ ও ২৮ সদস্যের একটি ডুবরি দল। এদিকে কার্গো উত্তোলণের ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের বেধে দেয়া ১৫ দিনের সময়সীমার মধ্যে ইতিমধ্যে পেরিয়ে গেছে ৬দিন। তারপর উদ্ধার কাজে তদারকিকারী কার্গো জাহাজের মাষ্টার মো: ফরিদী বলেন, কাজ শুরুর ১৫ দিনের মধ্যে জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে।