পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী প্রক্টর উত্তম কুমার চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ঢাকা- পাবনা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। জানাযায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পাবনা শহরের অনন্ত এলাকায় উত্তম কুমার চৌধুরীর ভাড়া বাসা ৮/১০টি মোটর সাইকেলযোগে ১৫ /২০ জনের একদল দুস্কৃতকারী উত্তম কুমার চৌধুরীর খোঁজ করেন। এ সময় তাঁকে না পেয়ে তাঁর স্ত্রীকে গালিগালাজ ও শিক্ষক উত্তম চৌধুরীকে অবিলম্বে প্রক্টর থেকে পদত্যাগ না করলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান তারা। উত্তম চৌধুরী বলেন, আমাকে আক্রমণ করার জন্যই দূস্কৃতকারীরা আমার বাসায় এসেছিল। রাতেই উত্তম চৌধুরী পাবনা সদর থানায় জিডি করেন। পাবনা সদর থানার জিডি নং-০০৬৭।
এদিকে সহকারী প্রক্টর ও পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক উত্তম চৌধুরীকে প্রাণনাশের প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে বিশ^বিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়কের দুই কিলোমিটার জুড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ হাবিবুল্লাহ, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, সাধারণ সম্পাদক কিসলু নোমান, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডন, কর্মচারী সমিতির সভাপতি জামসেদ পলাশ, সেকশন অফিসার জহুরুল ইসলাম প্রিন্স ও ছাত্রলীগ সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ প্রমুখ। বক্তারা সহকারী প্রক্টর উত্তম কুমার চৌধুরীকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানান। মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়। প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল উত্তম কুমার চৌধুরীকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়।