অবশেষে শুরু হয়েছে মংলা বন্দরের হাড়বাড়িয়ায় ডুবন্ত কয়লা বোঝাই কার্গো জাহাজের উদ্ধার কাজ। শনিবার ভোর থেকে উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রচন্ড ¯্রােত এবং ঢেউয়ের কারণে তা বাধাগ্রস্থ হচ্ছে। ফলে থেমে থেমে চলছে কয়লা উত্তোলণের কাজ।এর আগে শুক্রবার বিকেলে উদ্ধার কাজের চেষ্টা চালালেও পানির প্রচন্ড টান থাকায় ডুবন্ত জাহাজের কাছাকাছি অবস্থান নিতে না পারায় কার্যক্রম বন্ধ রাখা হয়।
উদ্ধার কাজে নিয়োজিত হোসেন স্যালভেজের মালিক মো: সোহরাব মোল্লা বলেন, চলতি পূর্ণিমার ভরা গোনের কারণে নদীতে প্রচন্ড ঢেউ ও ¯্রােত থাকায় উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভরা গোনে পানি বেশি হওয়ায় জাহাজটি ভাটার সময়ও দেখা যাচ্ছে না, সার্বক্ষনিক ডুবে থাকছে। তাই দুই-একদিন পর গোন শেষ হলে পানির ¯্রােত ও ঢেউ কমে আসবে এবং ভাটায় জাহাজটি দেখা যাবে তখন কাজ করলে দ্রুত সময়ের মধ্যে কয়লা উত্তোলণসহ জাহাজ উদ্ধার করা সম্ভব হবে। তখন নিয়মিত কাজ করতে পারলে ৮/১০ দিনের মধ্যে সমুদয় কয়লা উত্তোলন করা সম্ভব হবে। বনবিভাগের চাদপাই রেঞ্জ কর্মকর্তা মো: শাহীন কবির বলেন, শুক্রবার বিকেলে চেষ্টা করেও উদ্ধার কাজ শুরু করতে পারেনি। তবে শনিবার ভোর থেকে ডুবরিরা ড্রেজারের মাধ্যমে কয়লা উত্তোলণ শুরু করেছে। নদী উত্তাল ও ¯্রােতের প্রচন্ড টান থাকায় উদ্ধারে বিলম্ব ও ব্যাহত হচ্ছে।