যথাযথ নিয়ম অনুসরণ করে সরকারি অর্থের ব্যয় নিশ্চিত করতে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তরের (সিএজি) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।সোমবার মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে দেখা করতে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান।প্রতিনিধি দল ১৭টি অনুচ্ছেদ সম্বলিত ২০১৪-১৫ অর্থবছরের বিশেষ নিরীক্ষা প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করে।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, অডিটর জেনারেল মাসুদ আহমেদ প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি এসময় বলেন, অডিট আপত্তি পূর্বের তুলনায় অনেকাংশে কমে এসেছে। একইসঙ্গে আর্থিক ক্ষতির পরিমাণও কমে এসেছে।রাষ্ট্রপতি বলেন, সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অর্থে আর্থ-সামাজিক উন্নয়ন হয়। তাই জনগণের প্রতিটি অর্থ যাতে নিয়মনীতি অনুসরণ করে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে।রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।