মেট্রোরেল নির্মাণ প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট স্টেশন নির্মাণকাজের জন্য চুক্তি সই হয়েছে। সোমবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬ এর পুরো কাজ ৮টি প্যাকেজে ভাগ করা হয়েছে। প্যাকেজ-৫ ও ৬ এর আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন লাইন ও সাতটি স্টেশন নির্মাণ করা হবে। প্যাকেজ-৫ এর আওতায় আগারগাঁও থেকে কারওয়ানবাজার পর্যন্ত ৩ দশমিক ২ কিলোমিটার ভায়াডাক্ট তিনটি স্টেশন নির্মাণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে চুক্তিবদ্ধ হয় টেকেন কর্পোরেশন, আব্দুল মোমেন লিমিটেড ও অ্যাবেনিকো জেভির। আর প্যাকেজ-৫ এর আওতায় কারওয়ানবাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪ দশমিক ৯ কিলোমিটার ভায়াডাক্ট চারটি স্শেন নির্মাণে ডিএমটিসিএল-এর সঙ্গে চুক্তি করে সুমিটোমো মিটসুই কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও আইটিডি। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক চুক্তিতে সই করেন।চুক্তি সই শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল এমআরটি-৬ এর কাজ পুরোদমে এগিয়ে চলছে। আমরা ছয় মাস পিছিয়ে ছিলাম হলি আর্টিজানের ট্রাজেডির জন্য। তবে নির্মাণ কোম্পানিকে তা নিরুৎসাহিত করেনি। ছয় মাস আমরা কাভার করে ফেলেছি। তিনি বলেন, ২০১৯ সালের মধ্যে আগারগাঁও পর্যন্ত এবং ২০২০ সালের মধ্যে পুরো মেট্রোরেলের কাজ উত্তরা থার্ড ফেজ থেকে মতিঝিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করবো। ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা।সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জাপান আমাদের কোয়ালিটি কাজ দিচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে দিচ্ছে। এটা একটা ভালো দিক।যোগাযোগের ক্ষেত্রে চমৎকার একটি পার্টনারশিপ তৈরি হয়েছে।এই প্রকল্পে ৭০০ কোটি টাকা খরচ বেঁচে যাবে।